ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের

Daily Ajker Sylhet

admin

২৩ মার্চ ২০২৩, ০৪:১০ অপরাহ্ণ


ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার পাতা ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। পৌর এলাকার শীতপাড়া গ্রামে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (১৩) নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শেণির ছাত্র। জাহিদুল শীতলপাড়া গ্রামের মো. রিপন খানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, শীতলপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে সুমন হাওলাদার তাদের ধানক্ষেতে কাউকে না জানিয়ে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। জাহিদুল বুধবার রাতে ওই ধানক্ষেতে মাছ ধরতে যায়।

এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে সে ছটফট করতে থাকে। এ ঘটনা দেখে কাওছার গিয়ে জাহিদুলের স্বজনদের খবর দেন। তারা ক্ষেতে এসে দেখেন জাহিদুলের মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, এ ঘটনায় আজ বৃহস্পতিবার নিহত জাহিদুলের মামা মামুন শরীফ বাদী হয়ে তিনজনের নামে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Sharing is caring!