Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে মারধরের শিকার সেই নারীকে জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ০৯:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ০৯:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ধানমন্ডিতে মারধরের শিকার সেই নারীকে জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার মারধরের শিকার হওয়া সালমা ইসলামকে গত বছরের জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual7 Ad Code

৪২ বছর বয়সী সালমা ইসলাম আজিমপুরের বাসিন্দা এবং একজন গৃহিণী। গতকাল ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর কয়েকজন তাকে মারধর করেন—ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধানমন্ডি থানার পুলিশ জানায়, উপস্থিত ব্যক্তিরাই তাকে পুলিশের হাতে তুলে দেন।

তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, সালমা ইসলামকে ২০২৪ সালের ১৯ জুলাই ধানমন্ডিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর দাবি, “তদন্তে পাওয়া প্রাথমিক তথ্যে” সালমা ইসলামের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে এবং কয়েকজন সাক্ষী তাঁর বিরুদ্ধে তথ্য দিয়েছেন।

Manual8 Ad Code

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সালমা ইসলামের আইনজীবী আবুল হোসেন পাটওয়ারী। তিনি বলেন, ‘উনি ভুক্তভোগী; মারধরের শিকার হওয়া একজন নারীকে উল্টো জুলাইয়ের মামলায় আসামি করা হয়েছে। এটি পুরোপুরি অন্যায়।’

Manual8 Ad Code

উল্লেখিত মামলাটি গত বছরের ১ ডিসেম্বর দায়ের হয়। মামলার বাদী ইউরোপিয়ান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী অভিযোগ করেন, ১৯ জুলাই আন্দোলনের সময় ধানমন্ডিতে আওয়ামী লীগ–সমর্থিত সশস্ত্র ব্যক্তিদের গুলিতে তিনি আহত হন। মামলায় ওবায়দুল কাদেরসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে” সালমা ইসলামকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন