Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ মুক্তিকামী-ফ্যাসিবাদ বিরোধী মানুষের প্রতীক: বিয়ানীবাজারে এমরান চৌধুরী

admin

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ০৭:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ০৭:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
ধানের শীষ মুক্তিকামী-ফ্যাসিবাদ বিরোধী মানুষের প্রতীক: বিয়ানীবাজারে এমরান চৌধুরী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপির প্রাথমিক তালিকায় ঘোষিত প্রার্থী এমরান আহমদ চৌধুরী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও শোকরানা দোয়ার পর নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন দেন তিনি।

এ সময় ধানের শীষ প্রতীক হাতে নিয়ে নেতাকর্মীসহ পৌরশহরে গণসংযোগ করেন এমরান আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

শোকরানা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার চিরতরে বিলুপ্ত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষ এ দেশের মুক্তিকামী-ফ্যাসিবাদ বিরোধী মানুষের প্রতীক। আসন্ন নির্বাচনে দেশের মানুষ ধানের শীষকে বেছে নিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual6 Ad Code

এমরান আহমদ চৌধুরী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের হাত ধরে যেভাবে রাজনীতিতে গতি ফিরেছিল, ঠিক একইভাবে তারেক রহমানের হাত ধরে দেশে গণতন্ত্র ফিরবে।

Manual8 Ad Code

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিএনপি নেত্রী সাবিনা খান পপি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন