Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল-দিলীপসহ ৫ জন গ্রেফতার

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
নতুন মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল-দিলীপসহ ৫ জন গ্রেফতার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Manual4 Ad Code

অন্যরা হলেন-ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসান ও মাইন উদ্দিন মিয়া।

বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।

এদিন তাদের আদালতে হাজির করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

Manual4 Ad Code

এরমধ্যে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে পল্লবী থানার মামলায়, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে বাড্ডা থানার মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গুলশান থানার মামলায়, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার মামলায় ও মাইন উদ্দিন মিয়াকে পল্লবী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে মাইন উদ্দিনের পরিচয় জানা যায়নি।

Manual5 Ad Code

শেয়ার করুন