Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ হতে পরে বুধবার। সম্ভাব্য এ তারিখ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন দুটি সংগঠনের শীর্ষ নেতারা। এই দলের আহ্বায়ক হিসাবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসাবে আখতার হোসেনের নাম এখন পর্যন্ত চূড়ান্ত বলে সূত্রে জানা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নতুন দলের গুরুত্বপূর্ণ পদেই থাকছেন। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসাবে আলী আহসান জোনায়েদ ও যুগ্ম সদস্য সচিব হিসাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত বলে জানা গেছে। মূলত জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আলী আহসান জোনায়েদকে ওই পদে রাখা হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

এছাড়াও নতুন দলে গুরুত্বপূর্ণ পদে থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম সদস্য সচিব অনিক রায়। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনে থেকে ভূমিকা রাখা ছাত্রনেতারা প্রায় সবাই নতুন দলে থাকতে চান। নিজেদের জায়গা নিশ্চিত করতে ব্যাপক সক্রিয় তারা। তবে চাহিদার তুলনায় পদসংখ্যা কম থাকায় নেতৃত্ব নির্বাচনে হিমশিম খাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা।

Manual4 Ad Code

ছাত্রদের নতুন রাজনৈতিক দলে অনেক চমক থাকছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের সাবেক আমলা ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যোগ দেবেন নতুন এ দলে। তারা ইতোমধ্যে ছাত্রনেতাদের প্রস্তাবও দিয়েছেন। নতুন দলকে সমর্থন জানিয়ে শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।

Manual4 Ad Code

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চান তরুণরা। রাজনৈতিক শক্তিমত্তার জানান দিতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৫ লক্ষাধিক মানুষের উপস্থিতির টার্গেট নিয়েছে কর্মসূচি বাস্তবায়নবিষয়ক উপকমিটি। ওইদিন সারা দেশ থেকে ঢাকায় আসবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা।

Manual4 Ad Code

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দলের আত্মপ্রকাশের তারিখ এখনো চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) টার্গেট করে এগিয়ে যাচ্ছি। এটা দু-একদিন পিছিয়ে যেতে পারে।

Manual1 Ad Code

শেয়ার করুন