নবজাতকের ছবি শেয়ার করে বুবলীর আবেগঘন স্ট্যাটাস
২১ মার্চ ২০২৩, ০১:২৮ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
সোমবার দিবাগত রাত ১২টা ১৩ মিনিট। ফেসবুকে একটি নবজাতকের ছবি শেয়ার করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা বুবলী। সঙ্গে বাংলায় একটি দীর্ঘ স্ট্যাটাস। রাত পার হতেই সেই ছবি আর স্ট্যাটাসের রিঅ্যাক্ট এক লাখ ছুঁই ছুঁই। প্রায় ১০ হাজার মন্তব্য। একমাত্র ছেলের জন্মদিনে অনেক উচ্ছ্বসিত বুবলী। ছেলের জন্মদিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন। শুভেচ্ছা জানালেন তাঁর ভক্তরাও।
জানা গেছে, শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ ২১ মার্চ। আজ তিন বছর পূর্ণ হলো এই তারকাসন্তানের। ২০২০ সালের ২১ মার্চ তারকা অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলেন বীর।
সেই সময়ের, অর্থাৎ নবজাতকের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এ দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, আমি যেন স্বর্গে আছি।’ নিজের অনুভূতি প্রকাশ করেছেন, ‘তোমাকে বুকে নেবার পর কী যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনই হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা। কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।’ শেষে বুবলী লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন, লক্ষ্মীমানিক, আমার পুরো পৃথিবী। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন, আমার কলিজা বাবা।’
মা হওয়ার খবরটি বেশ কিছুদিন আড়ালে রেখেছিলেন বুবলী। এ নিয়ে বেশ জল্পনা-কল্পনাও ছিল ঢালিউডে। অবশেষে গত বছর ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী।
বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা।’ এরপর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি। বুবলী তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি আমাদের সন্তানের জন্মতারিখ।’ সে সময় শাকিব খানও বিষয়টি নিয়ে কথা বলেন প্রথম আলোর সঙ্গে।
তিনি বলেন, ‘শেহজাদ খান বীর আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্রটি জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে।
আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন। এর আগে ২০১৯ সালে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘পাসওয়ার্ড’ ছবির গানের শুটিংয়ে তুরস্কে যান শাকিব ও বুবলী। তুরস্কে তাঁরা ছিলেন আট দিন। ওই শুটিং ইউনিটের একটি সূত্র জানিয়েছে, তুরস্কে শুটিংয়ের সময় ঘনিষ্ঠতর হয় তাঁদের সম্পর্ক।