Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

Manual7 Ad Code

চাঁদপুর প্রতিনিধি :
বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী–সমর্থকরা।

Manual2 Ad Code

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুব্ধ জনতা অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

Manual2 Ad Code

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারা বলেন, জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তাদের অভিযোগ, নাসীর রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন। জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে তিনি বিএনপি নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করছেন। এতে বিএনপির লাখো নেতাকর্মীর হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে বলে বক্তারা দাবি করেন।

Manual7 Ad Code

ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য নাসীরকে সতর্ক করেন তারা।

Manual4 Ad Code

যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরনসহ আরও অনেকে।

উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামে।

শেয়ার করুন