Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের একদিন পর ধলাই নদীতে মিললো প্রতিবন্ধী কিশোরের মরদেহ

admin

প্রকাশ: ০৬ জুন ২০২৩ | ০৫:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৩ | ০৫:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
নিখোঁজের একদিন পর ধলাই নদীতে মিললো প্রতিবন্ধী কিশোরের মরদেহ

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ইসমাইল মিয়া (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইসমাইল টুকেরগাঁও পূর্ব পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

 

মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় ধলাই নদীর টুকরে বাজারের বাঁশ বাজার অংশের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া বাক ও শারীরিক প্রতিবন্ধী ছিল। সোমবার দুপুর ১২টার দিকে ঘর থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি সে। এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিল সে তবে প্রতিবার ২-১ দিন পর বাসায় ফিরে আসতো। যার জন্য তার পরিবার পুলিশকে হারিয়ে যাওয়া সংবাদ দেয়নি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

 

Manual6 Ad Code

খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

 

Manual4 Ad Code

শেয়ার করুন