Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, দাবি বিকেএমইএ সভাপতির; দ্বিমত উপদেষ্টার

admin

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, দাবি বিকেএমইএ সভাপতির; দ্বিমত উপদেষ্টার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিদেশি ক্রেতাদের একাংশ বাংলাদেশে আসছেন না।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা বিদেশি ক্রেতাদের বাংলাদেশ সফর থেকে নিরুৎসাহিত করছে।

তবে বিকেএমইএ সভাপতির এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে। এমনকি প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও এ বিষয়টি উল্লেখ করেছেন।’

Manual1 Ad Code

তিনি বলেন, ‘বাংলাদেশে নিরাপত্তার তেমন কোনো ঘাটতি নেই।’

Manual1 Ad Code

উপদেষ্টা আরও বলেন, তৃতীয় বিশ্বের অনেক দেশ সম্পর্কে প্রায়ই ভুল তথ্য ছড়ানো হয়, যা অপ্রয়োজনীয় ভীতি তৈরি করে। ‘কিন্তু আমাদের দেশে এমন বড় কোনো নিরাপত্তা ঘাটতি নেই যা মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায়।’

Manual4 Ad Code

শেখ বশির উদ্দিন জানান, বাংলাদেশ সফরকারী বিদেশি ক্রেতারা তাদের নিজ নিজ দেশের জারি করা নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই এই প্রদর্শনীর লক্ষ্য।

এক্সপোতে ১১টি বিদেশি কোম্পানিসহ মোট ১৬৫টি স্টল অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, যদিও এবারই প্রথম এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে, তবে বছরে দুবার এটি আয়োজন করার লক্ষ্য রয়েছে।

শেয়ার করুন