Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা

admin

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ০৭:২৮ অপরাহ্ণ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ | ০৭:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে- এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান।

Manual5 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ভোট দিতে সবাই পারবেন। আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাশে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের- তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছো? তারা হাসাহাসি শুরু করত। কেউ কেউ বলতো স্যার ভোট দিয়েছি, তবে ১০-১২টা। ৯০ শতাংশ বলতো তারা ভোট দেয়নি। যা হোক আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।

কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে- জানতে চাইলে আসিফ নজরুল বলেন, নির্বাচনের সময় তো… জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।

Manual1 Ad Code

এ সময় তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই- এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।

নির্বাচনি কার্যক্রম নির্বাচন কমিশন দেখবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদেরকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার। এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সবসময় বলেন।

Manual6 Ad Code

শেয়ার করুন