Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে ভারত-চীন-রাশিয়াসহ ৯ দেশ

admin

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে ভারত-চীন-রাশিয়াসহ ৯ দেশ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় এখন পর্যন্ত নয়টি দেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, এখন পর্যন্ত নয়টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চত করেছে। সেগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলংকা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন।

Manual7 Ad Code

তিনি জানান, পর্যবেক্ষণ নিশ্চিত করা দেশগুলোর মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার পর্যবেক্ষক রয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম, ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট পর্যবেক্ষণ করবে। তাদের মধ্যে ইইউর একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

Manual4 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য পাওয়া আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তা কমিশন চূড়ান্ত করার পর জানা যাবে।

Manual2 Ad Code

শেয়ার করুন