Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত সরকারের জন্য এত সংস্কার ‘হজম করা’ কঠিন হতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

admin

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ | ১০:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচিত সরকারের জন্য এত সংস্কার ‘হজম করা’ কঠিন হতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার যে ব্যাপক ও উচ্চাভিলাষী সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, তা নতুন নির্বাচিত সরকারের জন্য “হজম করা” কঠিন হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, অধিকাংশ সংস্কার বা অন্তত তার মূল অংশ নতুন সরকার গ্রহণ করবে।সোমবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমরা অনেক অধ্যাদেশ রেখে যাচ্ছি। উদাহরণ হিসেবে বিচার বিভাগকে স্বাধীন করার অধ্যাদেশ আছে। বিচার বিভাগের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে—এসব নতুন সরকার এসে আবার বিবেচনা করবে। কিছু বিষয় তাদের কাছে অস্বস্তিকরও মনে হতে পারে।”

Manual3 Ad Code

তিনি বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার অর্থ হচ্ছে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্বের একটি বড় অংশ বাতিল হওয়া। এটি বড় ধরনের কাঠামোগত সংস্কারের অংশ।

সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন খাতভিত্তিক কমিটি গঠন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সংস্কার, সরকারি ক্রয় নীতিমালায় পরিবর্তনসহ একাধিক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এসব অধ্যাদেশ পরবর্তী জাতীয় সংসদ যাচাই-বাছাই করে আইনে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন।

Manual2 Ad Code

প্রকল্প বাস্তবায়নে সমস্যার কথাও উল্লেখ করেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, “প্রকল্প পরিচালকদের সংকট রয়েই গেছে। এখন অনেকেই প্রকল্প পরিচালকের দায়িত্ব নিতে চান না। ঠিকাদাররাও ততটা আগ্রহ দেখাচ্ছেন না। যতদূর শুনেছি, দুর্নীতি বা চাঁদাবাজিও পুরোপুরি কমে যায়নি।”

আজকের একনেক সভায় মোট ১৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি, প্রকল্প ঋণ ৫ হাজার ৬১০ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল ৩৭৯ কোটি টাকা।

Manual6 Ad Code

প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৩টি এবং সংশোধিত ৫টি প্রকল্প রয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন