নেইমারের সৌদি আসার পেছনে রয়েছে রোনালদোর প্রভাব

Daily Ajker Sylhet

admin

১৭ আগ ২০২৩, ০৬:০৪ অপরাহ্ণ


নেইমারের সৌদি আসার পেছনে রয়েছে রোনালদোর প্রভাব

অনলাইন ডেস্ক:
ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন তারকা ফুটবলাররা। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগলো কন্তে, সাদিও মানের পর সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেইশন নেইমার।

সৌদি আরবের ফুটবলারদের এই যাত্রার শুরু করেছিলেন পর্তুগিজ তারকা রোনালদো। ২০২২ বিশ্বকাপের পরে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ইউরোপ ছেড়ে সৌদিতে তারকা ফুটবলারদের আসার পেছনে রোনালদোর প্রভাব আছে বলে মনে করেন নেইমার।

আল-হিলালের অফিসিয়াল চ্যানেলে নিজের দলবদল নিয়ে অকপটে রোনালদোর প্রভাব উল্লেখ করে নেইমার বলেন, ‘আমি বিশ্বাস করি, ক্রিশ্চিয়ান রোনালদো এসবের শুরু করেছিলেন। তখন সবাই তাকে ‘পাগলাটে’ আর যা তা ভেবেছিল। আজ আপনি দেখতে পাবেন লিগ আগের চেয়েও বেশি ছড়িয়ে পড়ছে।’

Sharing is caring!