Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নৌ দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাইয়ের সড়কে

admin

প্রকাশ: ০৭ জুন ২০২৩ | ০৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৩ | ০৫:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
নৌ দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাইয়ের সড়কে

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দ‌ক্ষিণ সুরমার না‌জিরবাজার এলাকায় বুধবার (৭ মে) ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের একজন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুরের দুলাল মিয়া (২৭)। প্রায় তিন মাস আগে সুনামগঞ্জের ছাতকে বালুবাহী দুটি নৌকার সংঘর্ষে প্রাণ হারান তাঁর বড় ভাই হেলাল আহমদ (২৯)।

Manual7 Ad Code

সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে এ কথা জানান মৃত দুই ভাইয়ের ফুপাতো ভাই মো. শাহীন।

Manual3 Ad Code

শাহীন বলেন, দুলালের বড় ভাই হেলাল আহমদ প্রায় তিন মাস আগে দুর্ঘটনায় মারা যান। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান। মাসখানেক আগে পরিবারের লোকজন হেলালের স্ত্রী শারমিন বেগমকে (২৫) বিয়ে দেন দুলাল মিয়ার সঙ্গে। বিয়ের দুই সপ্তাহ পর কাজের জন্য সিলেটে আসেন দুলাল। থাকতেন আম্বরখানা সাপ্লাই এলাকার ভাড়া বাসায়।

উল্লেখ্য, বুধবার ভোরে সিলেট নগরের আম্বরখানা থেকে ঢালাইয়ের কাজ করতে একটি পিকআপ ভ্যানে করে দুলালসহ অন্তত ৩০ জন নির্মাণশ্রমিক ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন।

 

Manual1 Ad Code

শেয়ার করুন