Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে হ ত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ০৮:১০ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ | ০৮:১০ অপরাহ্ণ

ফলো করুন-
পরকীয়ার জেরে হ ত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার জেরে এক দিনমজুরকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) একেএম কামাল উদ্দিন এ রায় দেন। একই সাথে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

Manual7 Ad Code

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া এ হত্যা মামলার অপর আসামি মারাজ মিয়ার আগেই মৃত্যু হওয়ায় আদালত তাকে অব্যাহতি দেন।

Manual2 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামে মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, একই গ্রামের মারাজ মিয়ার ছেলে সোলেমান মিয়া, প্রয়াত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল মিয়া।

জানা যায়, উপজেলার বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়ার স্ত্রীর সাথে আসামিদের একজনের পরকীয়ার সম্পর্ক ছিল। এর জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল ছাবুকে হত্যা করে তার মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়। এ ঘটনায় ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ২১ মে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। প্রায় ১৬ বছর পর ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Manual5 Ad Code

এ সময় আদালতে উপস্থিত মামলার বাদী হাফিজ মিয়া বলেন, ১৬ বছর অতিকষ্টে মামলা পরিচালনা করেছি। হত্যাকাণ্ডের শিকার আমার ভাই সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। আমি এ রায়ে সন্তুষ্ট হয়েছি। আমি চাই দ্রুত যেন এ রায় কার্যকর করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট সামছু মিয়া জানান, এ রায় ঘোষণা মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে বাদী পক্ষের লোকজন খুশি।

Manual3 Ad Code

শেয়ার করুন