Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পাখিদের খেজুর বিলাস

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ০১:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৪ | ০১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
পাখিদের খেজুর বিলাস

Manual4 Ad Code

আমাদের দেশি খেজুর। এই খেজুরের কদর নেই বললেই চলে। তবে, আগে দেখা যেত এসব খেজুর গাছে পাকলে বা লবণ দিয়ে পাকিয়ে বিভিন্ন গ্রাম থেকে শহরে নিয়ে এসে বিক্রি করা হতো। এখন আর এই দৃশ্য দেখা যায় না। তাই গাছে পেকে পড়ে নষ্ট হয়ে যায় এসব খেজুর। তবে, শালিক, কাঠ-শালিক, বুলবুলি বৌরি, গো শালিকসহ বিভিন্ন দেশীয় পাখির খুব প্রিয় এই খেজুর। পাকতে না পাকতে গাছে আনাগোনা শুরু হয়ে গেছে পাখিদের। তবে, কিছু কিছু পাকা খেজুর দেখে ঠোঁট দিয়ে ভেঙ্গে খেয়ে নিচ্ছে ও নিয়ে যাচ্ছে পাখিরা। ছবিগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা স্টেশন এলাকা থেকে তোলা।

শেয়ার করুন