Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পাগল হাসান এর স্মরণে যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পী বৃন্দ সিলেট জেলার শোকসভা

admin

প্রকাশ: ২৩ মে ২০২৪ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৩ মে ২০২৪ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
পাগল হাসান এর স্মরণে যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পী বৃন্দ সিলেট জেলার শোকসভা

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশের জনপ্রিয় উদীয়মান গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও পাগল এক্সপ্রেস ব্যান্ডের প্রতিষ্ঠাতা মরহুম মো. মতিউর রহমান হাসান (পাগল হাসান) এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

২১ মে (মঙ্গলবার) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পী বৃন্দ সিলেট জেলার উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

প্রবীন যন্ত্রশিল্পী বিক্রম কুমার ভিকির সভাপতিত্বে ও আশা এবং দ্বীপ্ত এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। পাগল হাসানের রতœগর্ভা মা আমেনা বেগম সালেহা সহ পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবীন সংগীত শিল্পী শামীম আহমেদ, যন্ত্র ও সংগীত শিক্ষক অনু দা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, প্রয়াত শাহ আব্দুল করিম এর পুত্র শাহনুর জালাল, বাউল ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন রাসেল, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, সংগীত শিল্পী বিরহী কালা মিয়া, ওয়াদুদ হোসেন, সুজিত শ্যাম জন, সুদিপ পাল, কার্তিক পাল, পার্থ প্রদীপ মল্লিক, মো. রুপম আহমদ, সঙ্গীত শিল্পী জাহিদ মাসুদ, সৌরভ সুহেল, মালতি পাল, কাকলী দত্ত মুন্নি, কুমকুম ফাহিমা, পুরবী তালুকদার, লাভলী লস্কর, পাগল এক্সপ্রেস ব্যান্ডের সদস্য শাওন কর, আজিজ মাহমুদ, মাহদি আহমেদ, ধ্রুব কর, রাজন খান, যন্ত্রশিল্পী পল্লব ভট্টাচার্য্য, দেবাশীষ দেব পল্লাব, টিটু দেব, গাজী কামরুল, পঙ্কজ ভট্টাচার্য্য, রতন আহমেদ, টিটু দেব, মামুন আহমেদ, পিংকু সরকার, শিশির দত্ত, সুদিপ্ত দেব, এসএমবিএ সভাপতি ফাহিদ আহমেদ, মেহরাব হোসেন, ইমন দাশ, মো. ফয়ছল, বাধন মোদক, সজল দেবনাথ, সজল দত্ত, পিয়াল দত্ত, শান্ত দেব, মো. সফিক, নেওয়াজ আহমেদ, সাউন্ড কল্যাণ সমিতির সভাপতি দুলাল আহমেদ, দেলওয়ার হোসেন, রফিক আহমেদ, মো. খোকন, রেদওয়ান করিম রাহী, জয় ঘোষ, রাজ কিশোর, অমিতাব অমি, আর এ রাখি, অর্পিতা গুন, বিথি রানী নাথ, জুই রায় প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগীত শিল্পী ফয়ছল আহমেদ। পবিত্র গীতা পাঠ করেন পঙ্কজ ভট্টাচার্য্য।

Manual6 Ad Code

শেয়ার করুন