গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পালিয়ে বেড়ানো স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) রাতে উপজেলার বাদে রণকেলী ও ঘোষগাঁও টিলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাদে রণকেলী গ্রামের কামাল উদ্দিনের ছেলে জানে আলম (৩৫), ঘোষগাঁও টিলাবাড়ি গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে মো.ফখরুল ইসলাম (৫২), তার ভাই মো. নজরুল ইসলাম (৫০), মো. ফখরুল ইসলামের স্ত্রী সাকিয়া বেগম (৩৫)।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সৈয়দ জহির আলী, পার্থ সারথী দাশ, সহকারী উপপরিদর্শক প্রনয় নাল, মহিউদ্দিনসহ একদল পুলিশ বাদে রণকেলী ও ঘোষগাঁও টিলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলাম শ্রাবন বলেন, স্বামী-স্ত্রীসহ ঐ চারজন আসামী পলাতক ছিলেন। তাদেরেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।