Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

admin

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ০৬:১৯ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৬:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র গণমাধ্যমকে এ বৈঠকের কথা নিশ্চিত করেছে।

বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাইস-কাউন্সেলর আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

তবে বিএনপি বা যুক্তরাষ্ট্র দূতাবাস—কোনো পক্ষ থেকেই ওই বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

Manual1 Ad Code

এদিকে মার্কিন প্রাক্‌–নির্বাচনী পর্যবেক্ষক দল এখন ঢাকা সফর করছে। গত শনিবার এই দল ঢাকায় এসেছে। আজই মার্কিন এই দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল ঢাকা সফরের সময়ে এরই মধ্যে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে।

Manual4 Ad Code

শেয়ার করুন