পুকুরের পানিতে প্রাণ গেলো দুই বোনের

Daily Ajker Sylhet

admin

০১ সেপ্টে ২০২৪, ০১:৪৫ অপরাহ্ণ


পুকুরের পানিতে প্রাণ গেলো দুই বোনের

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুকুরে ডুবে পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বামৈ গ্রামের পূর্ব বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পাখি ও মাইশা ওই গ্রামের রমিজ মিয়ার মেয়ে।

জানা যায়- দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে পাখি ও মাইশা। এক পর্যায়ে সকলের অগোচরে দুইজন পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদেরকে না পেয়ে খোঁজাখুজি করেন দুই শিশুর স্বজনরা। পরে পুকুর থেকে পাখি আক্তার ও মাইশা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। বাদ মাগরিব জানাজার নামাজ শেষে তাদেরকে দাফন করা হয়।

লাখাই থানার (ওসি) আবু খয়ের বিষয়টি নিশ্চিত করেন।
বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ জানান- এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, পানিতে এক সাথে দুই বোনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস।

Sharing is caring!