পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার, বড় জয় ব্রাজিলের

Daily Ajker Sylhet

admin

০৯ সেপ্টে ২০২৩, ০২:০৮ অপরাহ্ণ


পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার, বড় জয় ব্রাজিলের

অনলাইন ডেস্ক:
ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার পেলেকে ছাড়িয়ে গেলেন তারকা ফুটবলার নেইমার। ঘরের মাঠে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে নতুন এই রেকর্ড গড়েন। নেইমার জুনিয়রের এমন অর্জনের অপেক্ষায় অবশ্য ছিল পুরো ফুটবল দুনিয়া।

পেলের রেকর্ড সমান ৭৭ গোল ছিল নেইমারের। তবে এই রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ম্যাচের ৬১ মিনিটে নিজের আন্তর্জাতিক ৭৮ গোল করে স্কোরশিটে নিজের নাম তোলেন এই সুপারস্টার। বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে এই গোলের মাধ্যমে কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন নেইমার। তার জোড়া গোলে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা!

ম্যাচের প্রথমার্ধে ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই গোলের সুযোগ এসেছিল নেইমারের সামনে। পেনাল্টি নিতে বরাবরই দক্ষ তিনি। তবে এবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

পেনাল্টি মিসের পর অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ২৪ মিনিটেই দেখা মিললো প্রথম গোলের। জটলার ভেতর থেকে পা ছুঁইয়ে বল জালে জড়ান রদ্রিগো। এরপর গোল না এলেও দাপট দেখিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের অন্তিম সময়ে ডি বক্সের বাইরে থেকে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে একাই গোলমুখে এগিয়ে গিয়েছিলেন নেইমার। শটও ঠিকঠাক নিলেও আটকে যায় বলিভিয়ার গোলরক্ষকের হাতে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৪৭ মিনিটে নেইমারের অ্যাসিস্টেই গোল করেন রাফিনহা। আর ৫৩ মিনিটে গোল করে দলকে ৩ শূন্য গোলে এগিয়ে দেন রদ্রিগো।

তবে ম্যাচের ৬১ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি নেইমার। ডি বক্সের ভেতর অনেকটা জটলার মধ্যেই রদ্রিগোর পা ঘুরে বল আসে তার সামনে। ফার্স্ট টাইম শটে গোল করে রেকর্ডবুকে নিজের নাম লেখান এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের শেষের দিকে রাফিনহার পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। আর তাতে ৫-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

Sharing is caring!