পেশাদার মাদক ব্যবসায়ী র‍্যাবের জালে

Daily Ajker Sylhet

admin

১৭ এপ্রি ২০২৪, ০২:৪০ অপরাহ্ণ


পেশাদার মাদক ব্যবসায়ী র‍্যাবের জালে

হবিগঞ্জ সংবাদদাতা:
বিপুল পরিমাণ মাদক জব্দসহ এক পেশাদার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ৪৫ বয়সী গোপাল গোয়ালা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাতছড়ি বাজারটিলা এলাকার বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারের সময় তার থেকে ৭২ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ০২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। তিনি একজন পেশাদার মাদকব্যবসায়ী । আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাব জানিয়েছে।

Sharing is caring!