Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রত্যাহার হচ্ছেন সিলেটের ডিসি

admin

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ০৪:০৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ | ০৪:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
প্রত্যাহার হচ্ছেন সিলেটের ডিসি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলতি সপ্তাহের মধ্যে সিলেটসহ অন্তত ৩৫ জেলার প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে। বিশেষ করে যেসব জেলায় ডিসিরা ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলনে বিতর্কিত ভূমিকা রেখেছেন, তাদের সর্বাগ্রে প্রত্যাহার করা হবে।

Manual1 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিসি হিসাবে কর্মরত প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তাদের অনেকের মেয়াদ ৩ বছর ছুঁই ছুঁই। তাদের দ্রুত প্রত্যাহারের একটা আলোচনা আন্দোলনের আগে থেকেই চলছিল। আন্দোলনের ফলে এখন নতুন করে ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। যারা বিগত আন্দোলনে বিতর্কিত ভূমিকা রেখেছেন, তারা আগে প্রত্যাহার হবে।

Manual5 Ad Code

বিশেষ করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, নরসিংদী ও বরিশালসহ ৩৫ জেলার ডিসি চলতি সপ্তাহের মধ্যেই প্রত্যাহার হচ্ছে। পরবর্তীতে অন্য জেলার ডিসিও প্রত্যাহার হবে।

শেয়ার করুন