Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

admin

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ০৩:২৫ অপরাহ্ণ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ | ০৩:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের এই ন্যক্কারজনক হামলার প্রেক্ষাপটে শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি পত্রিকা দুটির সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

Manual5 Ad Code

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আলাপকালে প্রফেসর ইউনূস গণমাধ্যম প্রতিষ্ঠান দুটির এবং সেখানে কর্মরত সংবাদকর্মীদের ওপর চালানো এই সহিংসতায় ব্যক্তিগতভাবে ব্যথিত হওয়ার কথা জানান এবং এই সংকটময় মুহূর্তে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

Manual2 Ad Code

ফোনালাপের সময় প্রধান উপদেষ্টা দুই সম্পাদককে সান্ত্বনা দিয়ে বলেন যে, এ ধরনের হামলা কেবল দুটি প্রতিষ্ঠানের ওপর নয়, বরং এটি দেশের সামগ্রিক স্বাধীন গণমাধ্যমের ওপর আক্রমণের শামিল। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে এ ধরনের ঘটনা এক বিরাট অন্তরায় সৃষ্টি করে। সংবাদপত্রের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সুস্থ গণতন্ত্রের জন্য কখনোই কাম্য হতে পারে না। এই দুঃসময়ে প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন তিনি।

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথি

টেলিফোন সংলাপের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা পত্রিকা দুটির কার্যালয় ও সংশ্লিষ্ট সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সম্পাদকদের আশ্বস্ত করেন। তিনি জানান যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতাও অব্যাহত থাকবে।

একই সঙ্গে খুব শীঘ্রই এই দুই সম্পাদকের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলেও প্রফেসর মুহাম্মদ ইউনূস তার কথোপকথনে উল্লেখ করেন। এই ফোনালাপের মাধ্যমে সরকার স্বাধীন গণমাধ্যমের সুরক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার বিষয়ে তাদের দৃঢ় অবস্থান পরিষ্কার করল।

Manual4 Ad Code

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একদল মানুষ বৃহস্পতিবার গভীর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে।

Manual4 Ad Code

বর্তমানে প্রথম আলো কার্যালয় ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ কাজের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

শেয়ার করুন