Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রসচিব

admin

প্রকাশ: ০৯ মে ২০২৪ | ০৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৯ মে ২০২৪ | ০৬:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রসচিব

Manual4 Ad Code

ডিজিটাল ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে তাদের মধ্যে সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

Manual4 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একইদিন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন কোয়াত্রা।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলা হয়, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বুধবার সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকা এসেছেন।

Manual8 Ad Code

মূলত গত ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র-সচিব বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে তার পূর্বনির্ধারিত সেই সফর স্থগিত করা হয়েছিল।

Manual8 Ad Code

শেয়ার করুন