Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ | ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৪ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় বা শেষ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হবে।

বুধবার (৬ মার্চ) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক মনীষা চাকমা বরাত দিয়ে বলেন, পরিচালক ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে ২৯ মার্চ পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

Manual1 Ad Code

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে আগামী ২২ মার্চের পরিবর্তে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

এর আগে ২২ মার্চ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে প্রস্তুতি নিতে কেন্দ্রগুলোকে চিঠি দেওয়া হয়েছিল। তবে তাতে পরিবর্তন এনে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো।

শেয়ার করুন