Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন: সিইসি

admin

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ | ০৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ | ০৩:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন: সিইসি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা পারস্পারিক আস্থা সংরক্ষণ করে আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল।

Manual8 Ad Code

আজ মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে জেলার ছয় সংসদীয় আসনের প্রাথীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

Manual2 Ad Code

তিনি বলেন, প্রার্থীদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আস্বস্থ করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিয়েছেন, তারা অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনসহ অন্য কর্মকর্তারা ছিলেন।

Manual3 Ad Code

শেয়ার করুন