Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের জন্য ঘরছাড়া ছাতকের কিশোরী ঢাকা থেকে উদ্ধার

admin

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ১১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ | ১১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
প্রেমের জন্য ঘরছাড়া ছাতকের কিশোরী ঢাকা থেকে উদ্ধার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

প্রেমিকের হাত ধরে পালিয়েছিল ছাতকের এক কিশোরী। তার বয়স মাত্র ১৪ বছর। পড়ে নবম শ্রেণীতে। তবে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়েছে।

 

Manual6 Ad Code

 

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা।

 

Manual3 Ad Code

র‌্যাব জানায়, গত ১১ অক্টোবর সকাল ৯টায় প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়িতে ফিরেনি ওই কিশোরী। পরে তার বাবা খোঁজ নিয়ে জানতে পারেন, তাকে তার কথিত প্রেমিকের সাথে যেতে দেখেছেন কেউকেউ।

 

Manual4 Ad Code

 

কিশোরীটির বাবা বুধবার (১৫ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন (নং ১৬)।

 

 

এরপর র‌্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ ও ছাতক থানাপুলিশ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকার শাহ আলী থানার রূপনগর আবাসিক এলাকার মো. মিরাজুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে।

 

 

কিশোরীটিকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন