মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে প্রেমের ফাঁদে ফেলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ শ্রাবন মিয়া (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
শ্রাবন মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম জানান, নোয়াপাড়া এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন শ্রাবণ। এ সুবাদে একই কোম্পানির কিশোরী শ্রমিকের সঙ্গে পরিচয় ঘটে তার। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার বিকালে কিশোরী শ্রমিক ফ্যাক্টরি থেকে কাজ শেষে বের হয়ে গ্রামের বাড়ি রসুলপুর যাচ্ছিলেন। পথে প্রেমিক শ্রাবণ তাকে ফুঁসলিয়ে একটি টমটমে উঠায়। পরে তাকে নিয়ে শ্রাবণ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে বড়ধলিয়া গ্রামের একটি বাড়িতে উঠে। সেখানে কৌশলে একটি ঘরে আটকে রেখে প্রেমিক তাকে ধর্ষণ করে। পরদিন তাকে ছেড়ে দেওয়া।
এ ঘটনায় ভিকটিম থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সোমবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে প্রেমিক শ্রাবণকে গ্রেফতার করে।
মাধবপুর থানার এসআই সুজন শ্যাম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।