ফান্সে সুনামগঞ্জের যুবকের রহস্যজনক মৃত্যু
০৩ জুন ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ
ছাতক সংবাদদাতা:
ফান্সে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলার আবুল কয়ের চৌধুরী (৩৮) নামের এক যুবকের। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডর্বপুর গ্রামের মৃত আমিনুল হক চৌধুরী ছেলে।
জানা গেছে, শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ফান্সের রাজধানী প্যারিসের স্যারসেল এলাকায় একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় সেখানকার পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পারিবারিক ভাবে ধারণা করা হচ্ছে ব্যাবসায়ীক সূত্র জেরে হামলা তার মৃত্যু হয়েছে।
নিহতের নিকটাত্মীয় ইব্রাহিম আলী গিলমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দেশের আনার পক্রিয়া শুরু হয়েছে।