স্টাফ রিপোর্টার:
বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ ডিসেম্বর) ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র-র আগে তিনি এই পুরস্কার নেন বলে বিবিসি জানিয়েছে।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছর থেকে এই পুরস্কার চালু করেছেন, যা এমন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।
বিশ্বকাপের ড্র-তে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের হাজির হওয়া এবং গত কয়েক মাসে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে তার বেশ কবার একসঙ্গে দেখা যাওয়ায় ট্রাম্পই এই পুরস্কার পেতে যাচ্ছেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
শুক্রবার ওয়াশিংটন ডিসিতে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বিশাল এক সোনালি ট্রফির পাশাপাশি ইনফান্তিনোর কাছ থেকে একটি পদক ও সার্টিফিকেটও পান ট্রাম্প। অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কোটি কোটি প্রাণ বাঁচিয়েছেন এবং ‘শুরুর আগেই অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছেন।’
পুরস্কারে ভূষিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মান।’ তিনি আরও দাবি করেন যে, ২০২৬ বিশ্বকাপ টিকেট বিক্রির নতুন রেকর্ড করেছে। ট্রাম্প বলেন, ‘জিয়ান্নি অসাধারণ কাজ করেছেন। এটা আপনার (ইনফান্তিনো) ও খেলা হিসেবে ফুটবল বা যাকে আমরা সকার বলি, তার প্রতি চমৎকার এক উপহার। এই (টিকেট) সংখ্যা যা আমরা সম্ভব ভেবেছিলাম, তাকেও ছাড়িয়ে গেছে।’
ট্রাম্প আরও যোগ করেন, ‘বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র খুব একটা ভালো করছিল না, এখন আমরা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ।’
২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশ মিলে আয়োজন করছে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই বৈশ্বিক আয়োজন হতে চলেছে। ড্র-র আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নিতে পরে ট্রাম্প ফের মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে মঞ্চে ওঠেন। পরে তারা ইনফান্তিওর তোলা এক সেলফির জন্য পোজও দেন।
টিকেট বিক্রির প্রসঙ্গে বলার পর ট্রাম্প আমেরিকান ফুটবল আর বিশ্বব্যাপী যে খেলাকে আমেরিকায় সকার নামে ডাকা হয়, তার নামের দ্বন্দ্ব নিয়ে মজাও করেন। তিনি বলেন, ‘এনএফএলের জন্য আমাদের আরেকটা নাম বের করতে হবে। এটা ফুটবল, এখানে যুক্তরাষ্ট্রে আমরা একে সকার ডাকি, অথচ এটা সত্যিকারের ফুটবল। আমরা যে একে সকার ডাকি এর কোনো মানে হয় না।’
সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।