স্টাফ রিপোর্টার:
সিলেট-৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী এম এ মালিক। যুক্তরাজ্য বিএনপির সভাপতি সম্প্রতি নিজের আসনের ফেঞ্চুগঞ্জে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরূপ পরিস্থিতি পড়েছিলেন। ‘ভুয়া’ ‘ভুয়া’ ধ্বণী শুনতে হয়েছে তাকে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে এই ঘটনা ঘটেছে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের শরীফগঞ্জ জামেয়া মাদানিয়া হিফজুল কোরআন মাদ্রাসায়।
সারাদেশের প্রায় আড়াই শতাধিক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হলেও কোনো আসনেই প্রার্থী এখনো চূড়ান্ত নয়। তেমনি চূড়ান্ত নয় সিলেট-৩ আসনের মনোনয়নও নয়।
এই আসনে প্রার্থী রিভিউর জন্য দাবি জানানো হচ্ছে, দলীয় হাইকমাÐের কাছে আবেদনও করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনো।
এদিকে এম এ মালিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন।
সভা-সমাবেশ করছেন অপর দুই মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
এদিকে সিলেট- ৩ আসনে দীর্ঘদিন থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান লুকমান আহমদ। তাকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করছেন খোদ বিএনপির কর্মী-সমর্থকরাও।
মঙ্গলবারের সভায় এম এ মালিক তার বক্তব্যের শেষের দিকে যখন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ‘এই এলাকায় ধানের শিষের পক্ষে নির্বাচন করার জন্য আশা করছি’- বলে ঘোষণা দেন, তখনই ‘ভুয়া ভুয়া’ শ্লোগান উঠে এবং তাকে দ্রুততার সাথে বক্তব্য শেষ করতে দেখা যায়। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন ভাইরাল।
এমন পরিস্থিতির জন্য কেউ দায়ী করছেন দলীয় প্রতিপক্ষ মনোনয়ন প্রত্যাশীদের কর্মী-সমর্থকদের, আবার কেউবা দায়ী করছেন জামায়াত প্রার্থীর কর্মী-সমর্থকদের।
দায়ী যারাই হোকনা কেন, ফেঞ্চুগঞ্জের ভোটের মাঠে বিষয়টি নিয়ে এখন চলছে তুমুল আলোচনা- সমালোচনা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।