ফের দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
১৬ ডিসে ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদী থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ভারত থেকে সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় এসব পণ্য জব্দ করা হয়। পন্যগুলোর ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, থ্রী পিস, পায়জামা, মকমল ও থান কাপড়। যার আনুমানিক মূল্য এক কোটি ৪০ লাখ ৫৪ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনাসগঞ্জ সদর উপজেলার সুরমা নদীতে নৌযোগে এসব অবৈধ পণ্য পরিবহনের সময় সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বর অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল রহমান।
আটককৃত পণ্য শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ছে বিজিবি।