Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে দুই কিশোরীর প্রেম, সিলেটে রাত্রিযাপন: অতঃপর..

admin

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
ফেসবুকে দুই কিশোরীর প্রেম, সিলেটে রাত্রিযাপন: অতঃপর..

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের এক কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার এক স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে তারা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী দু’জনই নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসে মিলিত হয়। পরবর্তীতে তারা ঢাকায় কিছু সময় অবস্থান করে সিলেটের কোম্পানীগঞ্জে পৌঁছায় এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করে।

Manual6 Ad Code

পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। বিষয়টি তারা পুলিশকে জানালে শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুই কিশোরীকে আটক করে হেফাজতে নেয়। ঘটনাটি জানাজানি হওয়ায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলথপুর এলাকার কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার ডুমুরিয়া উপজেলার খৈয়া বাজার এলাকার স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়ে ঢাকায় মিলিত হয় এবং পরে সেখান থেকে তারা একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসেন এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করেন। পরবর্তীতে বাসা ভাড়া নেয়ার জন্য থানাবাজার এলাকায় গেলে স্থানীয়দের মাঝে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দুই কিশোরীদেরকে থানা হেফাজতে নেয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের সোনার গহনা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুই কিশোরীর পরিবারকে ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অভিবাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

শেয়ার করুন