ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি হিরো আলমের

Daily Ajker Sylhet

admin

২৮ মার্চ ২০২৩, ১২:০২ অপরাহ্ণ


ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি হিরো আলমের

অনলাইন ডেস্ক:
ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন ইউটিউবার হিরো আলম। তিনি বলেন, ‌‘আমি কী অন্যায় করেছি। কেন আমার সবকিছু নিয়ে মানুষ টর্চার করে। এই সমাজ কেন আমাকে রুচিসম্মত লোক কেন বানাতে পারল না। আপনাদের যদি এতই রুচিতে বাঁধে, তাহলে প্রধানমন্ত্রীকে বলে আমাকে দেশ থেকে বের করে দেন, নাহলে জেলখানায় বন্দি করে রাখুন। অন্যথায় লাইভে এসে আত্মহত্যা করে দেশটাকে রেহাই করে যাব।’

রবিবার (২৬ মার্চ) সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলমের উত্থান নিয়ে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ বলেছেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।’ তার এই কথার প্রেক্ষিতে সোমবার (২৮ মার্চ নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন হিরো আলম।

তিনি বলেন, বলেন, ‘আমি নাকি দেশের রুচি নষ্ট করে ফেলছি, সমাজ নষ্ট করে ফেলছি। যদি তাই হয়, দেশে এত যে রুচিশীল মানুষ আছেন, তারা কেন সমাজের রুচি ফিরিয়ে আনতে পারছে না?’

এই সমাজের সুশীল লোকেরা তাকে গ্রহণ করতে পারে না দাবি করে হিরো আলম বলেন, ‘যাদের চেহারা সুন্দর, দেখতে ভালো, টাকা আছে, ব্যাকগ্রাউন্ড ভালো এবং মামা-খালু আছে, তারা হচ্ছে সমাজের সুশীল লোক। আমি তো সুশীল না, চেহারা খারাপ, দেখতে ভালো না। তাই আমাকে নিয়ে এত কথা উঠে।’

হিরো আলম বলেন, ‘আমি তো কখনো কারো কাছে যায়নি যে আমাকে কাজ দেন। আমাকে আপনারা তৈরি করেননি। মামুনুর রশীদ স্যার, আপনি তো আমাকে তৈরি করেননি।’

নিজের কাজের কথা তুলে ধরে হিরো আলম বলেন, ‘এফডিসির কয়েকজন ৫০০ টাকার পরিচালক আছেন যারাও কিনা আমাকে নিয়ে নানা কথা বলে। আমাকে তো আপনারা তৈরি করেননি, আমি কারও কাছে যাইনি। আমি শুধু আমার কাজ করে যাচ্ছি, ফাউন্ডেশন চালাচ্ছি। অনেকে বলে এই ফাউন্ডেশনের নামে নাকি আমি ব্যবসা করছি!’

হিরো আলমের দাবি তাকে সুন্দরভাবে কেউ বাঁচতে দিচ্ছে না, তিনি বলেন, ‘রাজনৈতিক জায়গা হোক, সিনেমার জায়গা হোক, সবখানে আমি শুধু টর্চারিংয়ের শিকার হচ্ছি। আমাকে মানুষ বাঁচতে দিচ্ছে না।’

হিরো আলম বলেন, ‘সংসদে অনেক এমপিদেরও কথা বলতে বলতে আটকে যায় তাদের নিয়ে তো কোনো কথা বলেন না আপনারা। আমার ব্যক্তিজীবন, রাজনীতি, ফাউন্ডেশন, কাজ সবকিছু নিয়ে আপনারা টর্চার করতেছেন। দেশে ১৮ কোটি লোক- কতজন কত কিছু করতেছে তাদের নিয়ে তো কিছু বলেন না।’

তিনি বলেন, ‘আমি মরে গেলে দেশের রুচিসম্মত লোক দায়ী থাকবেন। রুচি কি বুঝায়- আমি বুঝি না। আমি তো রুচি নিয়ে দুনিয়াতে আসি নাই। তাহলে কেন আল্লাহ্ আমাকে দুনিয়াতে পাঠালেন, কেন আমাকে সুন্দর বানালেন না, কেন আমাকে শিক্ষিত করলেন না, কেন আমার অর্থসম্পদ দিলেন না।’

মামুনুর রশিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন হিরো আলম বলেন, ‘আমার সৌভাগ্য আপনার মতো লোকেরা আমাকে চেনে।’

 

Sharing is caring!