দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মার্চ) দুপুরে গভর্নিং বডির সভাপতি এডভোকেট ছাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে কলেজ প্রশাসন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
কলেজ শাখার প্রভাষক জামাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান।
আরো বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, গভর্নিং বডির সদস্য ও ইউপি সদস্য বুলবুল আহমেদ, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান শেখ চান, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সাবেক সভাপতি ও শিক্ষক তৈয়ব আলী মাস্টার, গভর্নিং বডির সদস্য মোঃ লিটন খান, ইউনুস আলী, মোঃ জাহের মিয়া, মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার ধানেস আলী ভূইয়া প্রমূখ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘এ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে তোমরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা পালন করবে। তোমাদের কাছে এ প্রত্যাশা আমাদের। শিক্ষাঙ্গন জ্ঞানের ভাণ্ডার, আর তোমরা হলে জ্ঞানপিপাসু। শিক্ষার আলোকে তোমরা নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’