বড়লেখায় গাঁজাসহ গ্রেপ্তার ১

Daily Ajker Sylhet

admin

১১ জানু ২০২৪, ০২:৪৯ অপরাহ্ণ


বড়লেখায় গাঁজাসহ গ্রেপ্তার ১

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ৩০০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাতে উপজেলার বোয়ালী আলীনগর ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর বাগবাড়ি এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী দিকনির্দেশনায় এসআই স্বপন কান্তি দাস শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেনের সহায়তায় গত মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাতে উপজেলার বোয়ালী এলাকার আলীনগর ইটভাটায় অভিযান চালায় পুলিশ। এসময় ৩০০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এই ঘটনায় এসআই স্বপন কান্তি দাস জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গতকাল (১০ জানুয়ারি) বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিস মিয়া আসামী জাহাঙ্গীরকে আদালতে প্রেরণ করেন।

বড়লেখা থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান (পিপিএম) জানান, গাঁজাসহ গ্রেপ্তার একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Sharing is caring!