বন্দি মুক্তির নতুন চুক্তিতে হামাস ও ইসরাইল

Daily Ajker Sylhet

admin

২৬ ফেব্রু ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ


বন্দি মুক্তির নতুন চুক্তিতে হামাস ও ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক :
গাজায় বন্দি চার জিম্মি ও শনিবার মুক্তি না পাওয়া ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরাইল। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক খবরে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

হামাস এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, গাজার বন্দি বাকি চারজন জিম্মি এবং শনিবার মুক্তি না পাওয়া ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শেষ দফায় মুক্তি পাওয়ার কথা ছিল এমন বন্দিদের মুক্তিতে বিলম্ব হওয়ার সমস্যা সমাধানের একটি চুক্তিতে পৌঁছেছে তারা। তাদের ইসরাইলি বন্দিদের মৃতদেহের সঙ্গে মুক্তি দেওয়া হবে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুও মুক্তি পাবে।

এদিকে, কাতারি সংবাদপত্র আল-আরাবি আল-জাদীদ মঙ্গলবার রাতে জানিয়েছে, ইসরাইল অনুরোধ করেছে, জিম্মিদের মৃতদেহ গাজা থেকে মিশরের মাধ্যমে রেড ক্রসের কাছে স্থানান্তর করা হোক।

প্রসঙ্গত, সবশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে না বলে জানিয়ে দেয় তেল আবিব কর্তৃপক্ষ। শনিবার হামাসের হাতে বন্দি অবস্থায় মারা যাওয়া মা শিরি বিবাস এবং তার দুই ছোট সন্তান আরিয়েল এবং কেফিরের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ইসরাইলিরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

Sharing is caring!