Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে হাসানাতের বাড়ি ঘিরে রেখেছে সেনা সদস্যরা

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বরিশালে হাসানাতের বাড়ি ঘিরে রেখেছে সেনা সদস্যরা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর কালী বাড়ি রোডের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন শিক্ষার্থীরা। সেনা সদস‍্যদের বাধা উপেক্ষা করে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ওই ভাঙচুর চালান তারা। এ সময় বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস‍্যরা।

Manual4 Ad Code

বুধবার সন্ধ‍্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস‍্যদের একটি দল। রাত পৌনে ১২টা নাগাদ কয়েকশ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব‍্যারিকেড ভেঙে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। রাত ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙচুর চলছিল। এর ৫ আগস্ট এই বাড়িত প্রথম দফায় হামলা করে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল বিক্ষুদ্ধ ছাত্র জনতা।

Manual8 Ad Code

শেয়ার করুন