Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে সাকিব-তামিমদের একাদশ

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে সাকিব-তামিমদের একাদশ

Manual4 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ মাঠে গড়াতে যাচ্ছে। যেখানে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। রংপুর–বরিশাল মুখোমুখি হওয়া মানেই সাকিব বনাম তামিম লড়াই। ভক্ত সমর্থকরাও মুখিয়ে আছেন দেশের এই দুই তারকার দ্বৈরথ দেখতে। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আজকের আগে চলতি আসরে আরও দুইবার মুখোমুখি হয়েছে তামিম-সাকিবের দল। মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। আবার চট্টগ্রামে গিয়ে দ্বিতীয় সাক্ষাতে রংপুর জয় পেয়েছে ১ উইকেটে। আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যে কারণে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার।

Manual4 Ad Code

আর এমন ম্যাচে অবশ্য দুই দলের একাদশেই আছে তারকাদের ছড়াছড়ি। এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে জয় পাওয়া বরিশাল একাদশে এদিন পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া রংপুর প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। ধারণা করা হচ্ছে আজকের ম্যাচে একজন দেশি পেসার কমিয়ে খেলাতে পারে অতিরিক্ত আরও একজন ব্যাটারকে। সেক্ষেত্রে ফজলে মাহমুদ রাব্বির খেলার সুযোগ রয়েছে।

Manual8 Ad Code

রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ), রনি তালুকদার , শেখ মেহেদী, শামীম হোসেন, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি, নিকোলাস পুরান, ফজল হক ফারুকী, জিমি নিশাম ও মোহাম্মদ নবী।

ফরচুন বরিশাল সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

Manual3 Ad Code

শেয়ার করুন