Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে সাজা ঘোষণার প্রতিক্রিয়া জানালেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

admin

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ১০:২২ অপরাহ্ণ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ | ১০:২২ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে সাজা ঘোষণার প্রতিক্রিয়া জানালেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

বাংলাদেশের আদালতে নিজের সাজা ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তিনি স্কাই নিউজকে বলেছেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক ছিল।’সোমবার (১ ডিসেম্বর) রাজধানী পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউক-এর প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় টিউলিপকে ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক আরও বলেন, ‘এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যতটা অনুমানযোগ্য, ঠিক ততটাই অযৌক্তিক। আমি আশা করি এই তথাকথিত রায়কে অবমাননার সঙ্গে বিবেচনা করা হবে, যা এটির প্রাপ্য।’

Manual7 Ad Code

তিনি বলেন, ‘আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার নির্বাচনী এলাকার মানুষের ওপর ছিল। আমি বাংলাদেশের নোংরা রাজনীতির দ্বারা বিভ্রান্ত হতে রাজি নই।’

শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশে দুর্নীতি মামলায় নাম আসার পর থেকে ব্রিটেনে টিউলিপের পদত্যাগের দাবি উঠেছে। এই বছরের শুরুতে লেবার পার্টির এই এমপি তার মন্ত্রীত্ব ছেড়ে দেন।

স্কাই নিউজ বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।

Manual7 Ad Code

শেখ হাসিনার নেতৃত্বাধীন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেছে, রায়গুলো ‘সম্পূর্ণরূপে অনুমানযোগ্য।’

প্রসঙ্গত, গত সপ্তাহে অন্যান্য দুর্নীতির মামলায় হাসিনাকে সম্মিলিতভাবে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন