Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারতের একাদশ আজ কেমন হতে পারে?

admin

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশ-ভারতের একাদশ আজ কেমন হতে পারে?

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
দুবাইয়ে আজ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮.৩০ মিনিটে এশিয়া কাপের এই রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল?

এবার এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত, টানা জয় নিয়ে ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।

অন্যদিকে বাংলাদেশও এশিয়া কাপে গেছে বড় স্বপ্ন নিয়ে। সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরুর পর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথাও বলতে শুরু করেছে। এর মধ্যে আজ ভারতের বিপক্ষে লড়াইটাই বলা যায় বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষা।

Manual1 Ad Code

শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ভারতের বিপক্ষেও তাই দেখা যাবে তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি। অধিনায়ক লিটন নামবেন তিন নম্বরে।

Manual5 Ad Code

টুর্নামেন্টের প্রথম ভাগে ফর্মহীনতায় ভোগা তাওহিদ হৃদয় গত ম্যাচেই ফিরেছেন স্বরূপে। ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন তিনি।

Manual2 Ad Code

মিডল অর্ডারে নামবেন শামীম হোসেন, জাকের আলি। স্পিন আক্রমণে থাকবে নাসুম আহমেদ, সঙ্গে মাহেদি হাসান কিংবা রিশাদ হোসেনের যেকোনো একজন একাদশে জায়গা করে নেবেন।

পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ তাই তিন পেসার ও দুই স্পিনার নিয়েই একাদশ সাজাবে।

Manual3 Ad Code

শেয়ার করুন