Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি ভাড়ার জেরে ৯ বছরের শিশুকে হত্যার পর পুঁতে রাখার অভিযোগ

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ০৯:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ০৯:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাড়ি ভাড়ার জেরে ৯ বছরের শিশুকে হত্যার পর পুঁতে রাখার অভিযোগ

Manual4 Ad Code

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে বাড়ি ভাড়ার জের ধরে ৯ বছরের শিশুকে গলাকেটে হত্যার পর মাটি পুঁতে রাখার অভিযোগ উঠেছে। রোববার (১২ মার্চ) সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে মাটি খুঁড়ে ওই শিশু লাশ উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের বাড়িওয়ালা মাখন মিয়ার ছেলে সোহাগকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে ঘাতক সোহাগের মা ও বোন ভাড়া থাকতো। ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৌশলে শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ। এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় অভিযোগ করলে চৌহালী থানা পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রোববার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার গলায় কাটা ছিল।

Manual8 Ad Code

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ জানিয়েছেন যে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।

এরপর পুলিশ বাড়িওয়ালা মাখন মিয়া, তার স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, মিননগরের শালিকা জুলেখা খাতুন আটক করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন