Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাদামবাগিচা থেকে ইমনকে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ০৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ | ০৫:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
বাদামবাগিচা থেকে ইমনকে ধরলো পুলিশ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকার বাদামবাগীচা এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ বলছে, বাদামবাগীচা এলাকার আলী মঞ্জিলের সামনে পাকা রাস্তায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

আটককৃত কামরান হোসেন ওরফে ইমন (২২) বাদামবাগীচা রোড নং ০৩ এলাকার শমছু মিয়ার ছেলে। পুলিশ বলছে, উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual3 Ad Code

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এয়ারপোর্ট থানার টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন