Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সাকে আটকে দিল বেতিস, হেরেও স্বস্তিতে রিয়াল

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
বার্সাকে আটকে দিল বেতিস, হেরেও স্বস্তিতে রিয়াল

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হারে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সামনে সুযোগ ছিল রিয়ালকে পয়েন্ট ব্যবধানে আরও পেছনে ফেলার। সঙ্গে লা লিগা শিরোপা জয়ের রাস্তাটা পরিষ্কার করে ফেলার। তবে সেটি হতে দেয়নি রিয়াল বেতিস। বার্সাকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা। তাতে খানিকটা হলেও স্বস্তি ফিরিয়েছে কার্লো আনচেলত্তির মনে।

ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে বেতিসের সঙ্গে পয়েন্ট ভাগ করেছে হান্সি ফ্লিকের দল। তাতে রিয়ালের থেকে ৬ পয়েন্টে এগিয়ে যাওয়ার ‍সুয়োগ হাতছাড়া করেছে বার্সা। যা নিশ্চিতভাবেই ভোগাবে বার্সাকে।

Manual3 Ad Code

অথচ, এদিন ঘরের মাঠে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৩টি শট নেয় বার্সা। সাফল্য পেয়ে যায় শুরুতেই। ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় ফেররান তরেসের বাড়ানো বল জালে পাঠিয়ে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন গ্যাভি। তাতে মনে হচ্ছিল আজ বুঝি গোল উৎসবে জয় নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছে ফ্লিক শিষ্যরা। তবে শেষ পর্যন্ত হয়েছে তার উল্টো।

Manual1 Ad Code

ম্যাচের ১৭তম মিনিটেই ম্যাচে সমতা টানে বেতিস। জিওভানি লো সেলসোর কর্নারে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন নাতান। চলতি আসরে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এটাই প্রথম গোল। এই গোলের পর দুই দলই গোলের চেষ্টা করেছে। পাল্লা দিয়ে লড়াই হয়েছে দুদলের। সেই লড়াইয়ে বার্সা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাদের আটকে রাখতে পেরেছে বেতিস। বার্সাকে মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগ করে।

এ ড্র’য়ের পর বার্সা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি রিয়ালের থেকে। ৩০ ম‍্যাচে ২১ জয় ও চার ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে বেতিস।

Manual1 Ad Code

শেয়ার করুন