Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সা-পিএসজি-আর্সেনালের বড় জয়, বিধ্বস্ত নাপোলি

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ১২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
বার্সা-পিএসজি-আর্সেনালের বড় জয়, বিধ্বস্ত নাপোলি

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৮টি দল মাঠে নেমেছিল এবং ৮টি ম্যাচে গোলের বন্যা বয়ে গেছে। কাইরাত আলমাতি-পাফোস এফসির গোলশূন্য ড্র বাদে সব ম্যাচ মিলিয়ে মোট ৪৩টি গোল হয়েছে।
মঙ্গলবার গোলবন্যার এই রাতে বড় জয় পেয়েছে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। তবে বড় দলগুলোর দাপটের রাতে নেদারল্যান্ডসে পিএসভি আইন্দহোভেনের কাছে ৬-২ গোলের বিশাল ব্যবধানে লজ্জার হার জুটেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির কপালে, যা ছিল রাতের সবচেয়ে বড় অঘটন।

চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি গত রাতের সবচেয়ে বড় জয়টি পেয়েছে। তারা জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

Manual8 Ad Code

অন্যদিকে, বার্সেলোনাও ঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে। ম্যাচের নায়ক ছিলেন তরুণ মিডফিল্ডার ফিরমিন লোপেজ, যিনি একাই হ্যাটট্রিক করেছেন। তার সঙ্গে ফেরান তোরেস জোড়া গোল করেন, এবং ইনজুরি কাটিয়ে দলে ফেরা লামিনে ইয়ামালও জালের দেখা পান।

Manual7 Ad Code

ইংলিশ ক্লাব আর্সেনালও ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিটের এক ঝড়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয় ‘গানাররা’।

এছাড়া, অন্য ম্যাচগুলোতে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে ভিয়ারিয়ালকে, বরুশিয়া ডর্টমুন্ড ৪-২ গোলে কোপেনহেগেনকে এবং ইন্টার মিলান ৪-০ গোলে ইউনিয়ন সেন্ট গিলোসেকে হারিয়েছে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে পিএসজি তালিকার শীর্ষে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ইন্টার মিলান ও আর্সেনাল।

Manual7 Ad Code

শেয়ার করুন