Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বালি চাপা দিয়ে হ-ত্যা, গ্রে-ফ-তা-র ১

admin

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ০২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ | ০২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
বালি চাপা দিয়ে হ-ত্যা, গ্রে-ফ-তা-র ১

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জমির বিরোধের জেরে নরসিংদীর নবীপুর এলাকা পুকুর পাড়ে বালু চাপা দিয়ে হত্যার ঘটনায় র‌্যাব সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকা থেকে পলাতক আসামী সিদ্দিক সরকার (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে নরসিংদী জেলার সরদ থানাধীন নবীপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
ঘটনার পর সে সিলেটে পালিয়ে আসে। র‌্যাব ৭২ ঘণ্টার মধ্যে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহীদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করে বলেন, র‌্যা-৯ ও ১১ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী সিদ্দিক সরকার নামের একজনকে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ১৫ নভেম্বর দুপুরে পুকুর পাড়ে কাজ করতে থাকা নিহত ব্যক্তিকে পেছনে গলায় ধরে মাথায়টি বালুর মধ্যে ডুকিয়ে দেয়। পরে ভিকটিমের ছেলে বিষয়টি দেখতে পেয়ে তার পিতাকে ছাড়াতে ব্যর্ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

Manual7 Ad Code

শেয়ার করুন