বালি মাটি পেরেক চা-পাতায় ফুটে উঠলেন বঙ্গবন্ধু
০৭ মার্চ ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বালি, মাটি, পেরেক, সুতা, চা-পাতা ও ক্যাসেটের ফিতাতেই ফুটে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আলোচনা সভা ও বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেন।
উপজেলা প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে রামুর তরুণ চিত্রশিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ সমুদ্রের বালি, পেরেক, কাদা মাটি, সুতা চা-পাতা ও ক্যাসেটের ফিতা ব্যবহার করে ক্যানভাসের ওপর ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর অবয়ব। তার এই সৃষ্টিশীল ও আলাদা ধরণের চিত্রশৈলী সবার কাছে প্রশংসিত হয়েছে।
চিত্রশিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ জানান, চিত্রকর্মের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সংগ্রাম ও ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে তার এই পথচলা। এসব চিত্রকর্ম দেখে তরুণদের আগ্রহ বাড়বে বঙ্গবন্ধু সম্পর্কে জানার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি সত্যিকার অর্থে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ভাষণের মধ্য দিয়েই বাঙ্গালী জাতির বিজয়।
তিনি আরও বলেন, সাজ্জাদ হোসেন সাঈদদের মতো তরুণ চিত্রশিল্পীদের জাতির পিতাকে নিয়ে এসমস্ত সৃষ্টিশীল চিত্রকর্ম নিঃসন্দেহে তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ধারণ করতে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীতে রামুর বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।