বাল্যবিবাহ থেকে কিশোরীর রক্ষা, কনের বাবাকে জরিমানা

Daily Ajker Sylhet

admin

২১ মে ২০২৪, ০৮:০০ অপরাহ্ণ


বাল্যবিবাহ থেকে কিশোরীর রক্ষা, কনের বাবাকে জরিমানা

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত হোটেলে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) কাজী শামীম তাকে এই জরিমানা করেন।

ইউএনও কাজী শামীম বলেন, বিয়ানীবাজার পৌরসভা এলাকায় একটি রেস্টুরেন্টে বাল্যবিবাহ আয়োজন করা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে কনের পিতাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা বিয়ানীবাজার প্রশাসন তৎপর। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবেও বলেও জানান তিনি।

Sharing is caring!