সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার বিকাল পৌনে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের জোড়া ব্রিজ রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্র জানায়, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুড়কা জোড়া ব্রিজ রয়হাটি এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।